ছবিঃ অপরূপা মনু নদী

স্রোতের ধারা বজায় রেখে মনু নদীর পানি তার নিজ গতিতে চলছে। শীতের সময় নদীর পানি অনেকটাই শুকিয়ে যায়। নদীর দু-দিকের পাড়ে দেখা মিলে চড়। তখন মনে হয় শীত চলে গেলে তো নদী ফিরে পাবে আবার তার আগের রুপ ভরপুর পানি। এই হলো নদীর অতুলনীয় গুন।
ছবিটি মৌলভীবাজার চাদনীঘাট এলাকার মনু ব্রিজ এর উপর থেকে তুলা। ছবিঃ মান্না দাস

আরও সংবাদ