কবিতাঃ ‘জীবনের ঠিকানা’

জীবনের ঠিকানা

সৈয়দ মুন্তাছির রিমন

প্রিয়ন্তী,
তোমার দেওয়া একটি উপাধি ‘পাগল’ ধরে
যদি পৃথিবীর পৃষ্টে হেটে বেড়াই,
তখন মানব রচিত এমন কোন কারাগার নেই
সে আমাকে আটকে রাখতে পারে,
ভু-গর্ভে কিংবা প্রকৃতির এমন কোন রং নেই
যে আমার হৃদয়কে একটু নাড়াতে পারে।

প্রিয়ন্তী,
আজ তোমাকে স্বপ্নে দেখেছি
তোমার শূন্যতায় পাগলে রাজ্যে নিয়ে গেছে,
তোমার প্রতিচ্ছবির মাঝে সাতার কেটেছি
নিজের অস্তিত্ব ভুলে তোমাকে খুঁজেছি,
এই সাদা ধূরস শিল্পীর তুলিতে পরিপাটি নগর
আমার কাছে বিষের পিয়ালা মনে হয়েছে।

প্রিয়ন্তী,
আজ মানুষ গুলো দেখতে বইয়ের পাতা নাড়তে হয়
শিয়াল-কুকুর ছাড়া অবশিষ্ট রক্তের দাগও নেই,
বেচেঁ থাকার তাগিদে প্রতি মুহুর্ত পাঞ্জা লড়ে যাই
যেখানে আমার কাছে মৃত্যুটা আর্শীবাদ হয়ে উঠে,
অভিনব অভিনয়ে অভিশপ্ত নিদারুণ পিপাসা
যদি পাই ফিরে স্বর্গের কিনারায় জীবনের ঠিকানা।

লেখকঃ সাংবাদিক ও কলামিস্ট।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ