কবিতাঃ কে প্রথম?

কে প্রথম?

মোঃ তোফায়েল হোসেন

 

কে কাকে প্রথম ছুঁয়েছিল কৃষ্ণচূড়ার ছায়ায়
বুঝিনি আমি কে প্রথম কারে বেধেছিল মায়ায়।
গোধূলির লালে কে কার ছবি দেখেছিল প্রথম
কে-ই বা কাকে মন দিয়ে ভালোবেসেছিল চরম!

কে কাকে প্রথম শুনিয়েছিল কৃষ্ণরাতের গল্প
বুঝিনি আমি কে প্রথম কারে ভাবিয়েছিল অল্প।
বসন্তের বাতাসে কে কার গন্ধে হয়েছিল অন্ধ
কে-ই বা কাকে শিহরণ জাগিয়ে দিয়েছিল ছন্দ!

কে কাকে প্রথম ডেকেছিল স্বপ্নের তাজমহলে
বুঝিনি আমি কে প্রথম কারে চেয়েছিল বিকেলে।
শ্রাবণ জ্যোৎস্নায় কে কার বুকে দিয়েছিল ওম
কে-ই বা কাকে ভুলে গিয়ে দিয়েছিল শান্তির ঘুম!

কে কাকে প্রথম মধুর কন্ঠে বলেছিল- বিদায়
বুঝিনি আমি কে প্রথম কারে ভুল বুঝে কাদায়।
সন্ধ্যায় কে কার পদচিহ্ন দেখেছিল রাজপথে
কে-ই বা কাকে মায়ায় ডুবিয়ে চেয়েছিল হারাতে!

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ