কবিতাঃ ‘প্রেম চোর’

প্রেম চোর

মোঃ তোফায়েল হোসেন

চৌরাস্তার মোড়ে পাগলের বেশে
আছে দাঁড়িয়ে তাপ ওঠা দুপুর!

সন্ধ্যাতারা না এলে
মনে ছোয়া না পেলে
পড়বে না নুপূর!!!

উষ্ণ রাত্রির শীতল মশারি
দেহময় প্রেমের কাড়াকাড়ি
হাতে হাত রেখে সম্ভ্রম লুট;

কামনা-ছোঁয়া সস্তার মেকাপে
বিবর্ণ ললনা পড়ে বেপাকে
নিজের কাছ থেকে দেয় ছুট।

আমি তার উদাহরণ- লিখি বিবরণ
নষ্ট হয়ে কষ্টে ভাসি- যাই বহু দূর;

তুমি কেন বিক্রি হও
রাতে শুধু কথা কও
তবে তুমি কি আমার- সেই প্রেম চোর!

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 
আরও সংবাদ