কবিতাঃ ভাবিনি এমন হবে

ভাবিনি এমন হবে

মোঃ তোফায়েল হোসেন

এই অবেলায় অযাচিত খেলায়
হঠাৎ এসে জীবনের রথে বসে
মসৃণ পথের বাঁকে দীর্ঘস্থায়ী পদচিহ্ন রেখে
আমাকে এমন করে- হারাবে সুদূরে
কোনদিনও ভাবিনি!

এ কোন অবহেলায় বিধ্বস্ত তনু দোলায়
নিশীতের সাথে পৃথিবীর পথে
স্বপ্নহীন ঘুমের আঙিনায় বিবর্ণ হৃদয়ের বিছানায়
পরিত্যক্ত করে- হারালো সুদূরে
একবারও বুঝিনি!

হেয়ালি ভাবনায় খেয়ালী ছলানায়
জীবন হয়েছে এমন হয়েছি আমি যেমন
শুধু অসীম আকাশে দৃষ্টি নয়নে ঝরে অঝর বৃষ্টি
ভাবনারা না বলে- হারিয়ে গেল সুদূরে
আমাকে রেখে গেল অপূর্ণ ঘরে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ