ওসমানীনগর থেকে চুরি হওয়া বাস উদ্ধার
সিলেটের ওসমানীনগর থেকে চুরি হওয়া মিনিবাস (সিলেট জ ১১-০০০৪) উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রোববার ভোরে জেলার বিয়ানীবাজারের নতুন বাসস্ট্যান্ড থেকে বাসটি উদ্ধার করে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই গ্রামের কয়েছ উদ্দিনের মালিকানা বাসটি উপজেলার শেরপুর টোলপ্লাজা এলাকার আওরঙ্গপুর মাদ্রাসার পাশ থেকে বাসটি চুরি হয়। এঘটনায় শনিবার ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের হলে বাসটি উদ্ধারে অভিযান চালায় পুলিশ।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বাসটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।