সম্রাট – আরমানকে বহিষ্কার করলো যুবলীগ
অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) যুবলীগের কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন রশিদ। যুবলীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন।
সম্রাটের বিরুদ্ধে শুরু থেকেই ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল। আজ রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়। এরপরই তাদের যুবলীগ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র্যাব। এ ঘটনায় যুবলীগ ও কৃষক লীগের বেশ কয়েক নেতা গ্রেফতার হয়েছেন।