কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ঢাকা স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঢাকা থেকে আগত ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, ও ভবিষ্যত কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে ঢাকা জেলার শিক্ষার্থীদের নিয়ে ১ম বারের মত গঠিত হয়েছে ঢাকা জেলা স্টুডেন্টস এসোসিয়েশন ।
আজ(মঙ্গলবার) ২৯ অক্টোবর এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। ১ম বারের মত গঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে লাইছউজ্জামান এবং প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হিসেবে মেহেদী হাসান সানীকে মনোনীত করা হয়েছে।
৬৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রভাষক আরিফ আহম্মেদ।
উক্ত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যন্য সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতা এবং শিক্ষার্থীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।