রাজনগরে সড়ক ও বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করলেন এমপি নেছার আহমদ
মৌলভীবাজার রাজনগর উপজেলায় একটি পাকা সড়ক ও একটি বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মৌলভীবাজার- রাজনগর ৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব নেছার আহমদ। বুধবার ৩০ অক্টোবর তিনি এই উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন।
উপজেলার কামারচাক থেকে খাস প্রেমনগর পর্যন্ত দুই কিঃমি পাকা সড়ক ও খাস প্রেম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন কালে আরোও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অাওয়ামিলীগের সাধারন সম্পাদক জনাব মিছবাহুর রহমান, রাজনগর ৮নং মনসুর নগর ইউনিয়নের চ্যেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য জনাব মিলন বখত, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারন সম্পাদক জনাব, রেজাউর রহমান সুমন, ১নং ফতেপুর ইউনিয়নের চ্যেয়ারম্যান জনাব নকুল চন্দ্র দাস এবং ৭নং কামারচাক ইউনিয়নের চ্যেয়ারম্যান জনাব নজমুল হক সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি ময়নূ খাঁন, উপজেলা যুবলীগের সম্পাদক আব্দুল কাদির ফৌজী এবং জেলা ও উপজেলা অাওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও তারাপাশা ব্যবসায়ি সমিতির অফিসেরও উদ্বোধন করেন। এমপি নেছার আহমদ।