শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সাথে স্পিকার্স ক্লাবের মতবিনিময়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
শাবি প্রেসক্লাব সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আরাফ আহমদ, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম আফরানসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া স্পিকার্স ক্লাবের ১৪তম নতুন কমিটির সভাপতি সায়েল আহমেদ, সহসভাপতি আমিনা পারভীন, মাহমুদা খানম, প্রবাল রায় চিন্ময়, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, সহসাধারণ সম্পাদক শরীফ উদ্দিন নাজমুল হুদা, আরিফ খান জয়, সাবেক সাধারণ সম্পাদক কামরান হোসাইনসহ সংগঠনের বর্তমান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় স্পিকার্স ক্লাবের সভাপতি সায়েল আহমেদ বলেন, স্পিকার্স ক্লাব শিক্ষার্থীদের লিডারশীপ নেতৃত্বকে সমৃদ্ধ করতে সবসময় কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।
পরবর্তীতে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানান স্পির্কাস ক্লাবের সদস্যরা।