রাজনগরে লাইসেন্স না থাকা সত্ত্বেও বীজ বিক্রির অপরাধে জরিমানা

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বীজ ও কীটনাশক বিক্রির দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার ১৩ নভেম্বর রাজনগর উপজেলার কর্ণিগ্রাম বাজারে জসিম মিয়ার দোকানে বিশেষ অভিযানে এই জরিমানা করা হয় বলে জানা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান ঐ এলাকায় মাঠ পরিদর্শন শেষে এলাকার সার, বীজ, কীটনাশক দোকান দেখতে যাই আর সে সময় নজরে কিছু অনৈতিক বিষয় চলে আসলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি সাথে সাথে ঐ দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বিশেষ অভিযানে যে অনৈতিক বিষয় গুলো পাওয়া যায় তা হলো ১.কীটনাশকের লাইসেন্স নবায়ন না করা
২.বিক্রয়ের জন্য রাখা বিভিন্ন কীটনাশকের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রত্যয়নপত্র না থাকা।
৩.সারের মূল্য বেশি রাখা
৪.বিভিন্ন সারের মূল্য সংবলিত লালশালু কাপড় না টানানো।
৫.লাইসেন্স না থাকা সত্ত্বেও বীজ বিক্রির করা।
এসময় উপজেলা কৃষি অফিসের উপসহকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।

আরও সংবাদ