বিদেশি নাগরিককে হেনস্তা করে টাকা নেওয়া এসআই প্রত্যাহার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শিশির কুমার বিশ্বাসকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার বিকেলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন এ নির্দেশ দেন।
এসপি জানান, আরব আমিরাতের নাগরিক আলী আহামেদকে হেনেস্তার মাধ্যমে দুই দুবাই প্রবাসীকে ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ ও বিমানের টিকিট হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে এসআই শিশির ভুক্তভোগী প্রবাসীদের বাসায় ঢুকে আরব আমিরাতের নাগরিক আলী আহামেদকে অশালীন কথা বলেন। একপর্যায়ে ওই এসআই তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেপ্তারেরও হুমকি দেন। পরে এসআই শিশিরকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান।
এরপর ভুক্তভোগীরা বিষয়টি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনকে জানান। পরে তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নিদের্শ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণ করেন নোয়াখালীর এসপি।
এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান