রাজনগরে সৈয়দ ইকরামের উপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির নিন্দা
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সৈয়দ ইকরাম হোসেনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে উপজলো বিএনপি।
বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে এক জরুরী সভা দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। উক্ত সভায় গত ১ ডিসেম্বর রোববার রাত ৮টার সময় উপজেলা সদরের বেঙ্গল সুইটমিট এন্ড কনফেকশনারী দোকানে সৈয়দ ইকরাম হোসেন অন্যান্য সহকর্মীদের নিয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলেন। এসময় কয়েকজন দুস্কৃতিকারী ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা করেন। এতে গুরুতর আহত হন সৈয়দ ইকরাম হোসেন ও আব্দুল মোত্তাকিন শিপলু।
তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
জরুরী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ হাকিম বকস সুন্দর সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।