ইতিহাস গড়লেন সিলেটি কন্যা রুশনা
টানা চারবার বিজয়ী হয়ে ব্রিটেনে ইতিহাস গড়লেন সিলেটি কন্যা রুশনারা আলী। গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনে তিনি রেকর্ড ৩৭ হাজার ৫২৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
সিলেটের মেয়ে রুশনারা পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের চতুর্থ বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন। ৪র্থ বারের মতো নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারার এই অর্জনে বিশ্ব দরবারে আরো একবার বাংলাদেশের নামটি উচ্চারিত হলো। রুশনারার প্রতিটি অর্জনই তাকে নিয়ে চলেছে নতুন উচ্চতায়। ব্রিটেনের রাজনীতির মাঠে রুশনারার বিজয় রথ ছুটেই চলেছে।