২০০ জন সেলস অফিসার নেবে ওয়ালটন
দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন’ নিজস্ব শোরুমে (ওয়ালটন প্লাজা) ২০০ জন সেলস অফিসার নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ পদে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অফিসার (ওয়ালটন প্লাজা)
পদ সংখ্যা: ২০০
চাকরির বিবরণ/দায়িত্ব: শোরুম থেকে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য (যেমন: রেফ্রিজারেটর, ফ্রিজার, টিভি, এসি, মোবাইল ফোন, কম্পিউটার, হোম অ্যাপ্ল্যায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইত্যাদি) মার্কেটিং এবং বিক্রয়। মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন। বিক্রয় বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: ১-২ বছর।
বয়স : ২২-৩০ বছর।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার ও মোটরসাইকেল চালানো জানতে হবে।
কর্মস্থল : দেশের যেকোনো স্থান।
বেতন : আলোচনা সাপেক্ষে। এছাড়া কোম্পানির নীতি অনুসারে অন্যান্য সুবিধাদি মিলবে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের কভার লেটার এবং সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি যুক্ত করে সিভি, ৩১ ডিসেম্বরের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানা : এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআরএম), ওয়ালটন গ্রুপ, কর্পোরেট অফিস, প্লট- ১০৮৮, ব্লক-আই, রোড সাবরিনা সোবহান (৫ম এভেনিউ), বসুন্ধরা, ঢাকা-১২২৯। এছাড়া অনলাইনে আবেদন করা যাবে এই ঠিকানায় https://jobs.waltonbd.com/hrIrAplc/showVcnyForApplcnt/757471।