রাজনগরে শুরু হয়েছে দু’দিন ব্যাপী বিজয় মেলা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁওয়ে আজ শনিবার ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দু’দিন ব্যাপী বিজয় মেলা।
আজ শনিবার ও কাল রবিবার বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার আয়োজক শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার বালিগাঁও।
প্রতিবছরের ন্যায় এবারও গ্রামীণ মেলা এবং হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার আয়োজন রয়েছে এ মেলায়। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং গ্রাম- বাংলার চমৎকার সমন্বয় থাকবে এতে।
উৎসবে রয়েছে- মেধা যাচাই পরীক্ষা, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পথ নাটক, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
থাকবে, গ্রামীণ খেলা কাবাডি, গোল্লাছুট, হাড়িভাঙ্গাসহ লোকজ সংস্কৃতি। বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠন এর অংশগ্রহণে থাকবে বিশেষ সাংস্কৃতিক পর্ব।
উল্লেখ্য, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবসকে ঘিরে বালিগাঁও গ্রামের তরুণদের আয়োজনে দেড় দশকেরও বেশি সময় ধরে এ মেলা আয়োজন করা হচ্ছে।
মেলার আয়োজক তুহিন জুবায়ের বলেন, ‘শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার কতৃক বিজয় মেলা আজ থেকে শুরু হচ্ছে। বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি গ্রামীণ খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় হবে।’
এশিয়াবিডি/তুহিন/সাইফ