উপকূলে ভেসে এলো মানবশূন্য ভুতুড়ে জাহাজ
আয়ারল্যান্ডের উপকূলে প্রায় হাজার মাইল পথ অতিক্রম করে সাইক্লোন ‘ডেনিস’ এর কারণে ভাসতে ভাসতে এসেছে একটি ভুতুড়ে জাহাজ। মালিকবিহীন জাহাজটিকে অনেকদিন ধরে আটলান্টিক মহাসাগরে ভাসতে দেখা গিয়েছিল।
জানা গিয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাসে মার্কিন কোস্টগার্ড বারমুডা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ১৩০০ মাইল দূরে ১০ জনকে লোককে উদ্ধার করে ওই জাহাজটি। তারপর থেকেই তানজানিয়ায় পতাকাযুক্ত এই কার্গো জাহাজটি আর ব্যবহার করা হয়নি।
রোববার ভুতুড়ে এই জাহাজটি কাউন্টি লন্ডনের বালিকটনে পৌঁছনোর আগে, আফ্রিকার পশ্চিম, উত্তর পূর্ব স্পেন এবং তারপরে ইংল্যান্ডের পশ্চিম উপকূল থেকে ভেসে ভেসে এসেছে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে বালিকটন আরএনএলআই লাইফবোটের প্রধান জন তাতান আইরিশ পরীক্ষককে বলেন, ‘এমন ঘটনা এর আগে আমি কখনো দেখিনি। এক কথায় এটি একটি বিরল ঘটনা। আফ্রিকার পশ্চিম, উত্তর পূর্ব স্পেন এবং ইংল্যান্ডের পশ্চিম উপকূল থেকে শেষে আইরিশ উপকূলে এসে থামে জাহাজটি।’
তিনি বলেন, গত বছর সেপ্টেম্বর মাসে এই জাহাজটিকে মধ্য আটলান্টিক মহাসাগরে ভাসতে দেখা গিয়েছিল। যদিও এর মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এর আগেও জাহাজের প্রকৃত মালিকের খোঁজ করা হয়েছিল। কিন্তু তা বিশেষ ফলপ্রসূ হয়নি। মনে করা হচ্ছে, জাহাজটি কেউ হয়ত চুরি করেছিল। ঝড়ের ফলে সেটি ভাসতে ভাসতে এখানে চলে এসেছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ