করোনা: মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল ইতালি

মহামারী করোনায় ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একইসঙ্গে দেশটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। করোনার থাবায় রক্তাক্ত ইতালি, এ যেন এক মৃত্যুপুরী। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বের সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানি হয়েছে। এ দিকে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন।

গত বুধবারই ইতালিতে একদিনে করোনায় আক্রান্ত ৪৭৫ জন রোগী প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত এটাই যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।

ইতালির সরকার করোনা সংকট মোকাবিলায় জন্য সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে। দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, করোনা সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে। সকল প্রকারের বিল, বাসা ভাড়া, লোনের কিস্তি স্থগিত করে রাখা যাবে।

হোম কোয়ারেন্টাই অমান্যকারীদের পুলিশ ব্যাপক শাস্তি ও জরিমাণা আরোপ করছে। স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে।

মহামারি করোনা থেকে ইতালিকে বাঁচাতে দেশটির সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলেছেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ