মৌলভীবাজারে হোম কোয়ারেন্টাইনে ৩৪৩

প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে বেড়েই চলেছে বিদেশ থেকে আগত মানুষের সংখ্যা।

শনিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত জেলায় স্বাস্থ্য বিভাগের হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৪৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, কোয়ারেন্টাইনে থাকা ৩৪৩ জনের মধ্যে- সদরের ২৬, কুলাউড়ার ৫৬, জুড়ীর ২২, বড়লেখার ৪২, শ্রীমঙ্গলের ৮২, কমলগঞ্জের ৬৬ এবং রাজনগরের ৪৯ জন।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, ‘মৌলভীবাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে দুই জনের ‘ব্লাড’ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে আর অন্যজনের রিপোর্ট এখনও আসেনি । হয়ত শিগগিরই আসবে।’

তিনি জানান, যার রিপোর্ট নেগেটিভ এসেছে তিনি ইউকে প্রবাসী। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে করোনা রোগী পাওয়া গেলে চিকিৎসা দেয়া হবে।

এশিয়াবিডি/সাইফ/কামরান 

আরও সংবাদ