দেশে করোনায় আরও একজনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট দুই জনের মৃত্যু হলো। শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন করে আরও ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।’

এর আগে, গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৫০জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন আরও ১৪ হাজার। মার্চের শুরু থেকে যারা বিদেশ থেকে এসেছেন, আত্মগোপনে থাকলেও তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।’

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটকে চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘শিগগিরই ১০০ আইসিইউ স্থাপন করা হবে। পর্যায়ক্রমে আরও ৪০০ আইসিইউ স্থাপন করা হবে।’ প্রশিক্ষণের জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের আনা হবে বলেও তিনি জানান।ৎ
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ