করোনায় মোবাইল কোম্পানি’র ১ মাস ফ্রি ইন্টারনেট ও কল সার্ভিস

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে চেষ্টা চলছে।
উপসাগরীয় দেশ কুয়েতেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটি।
বর্তমানে অপ্রয়োজনীয়ভাবে ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এর আগে কুয়েত সরকারের নির্দেশ মোতাবেক দেশটির সকল অফিস-আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু বন্ধ রয়েছে।
এদিকে মানবিক বিবেচনায় গতকাল কুয়েতের তিনটি মোবাইল কোম্পানি যথাক্রমে; Zain, Ooredoo, STC “VIVA” এক মাসের জন্য ফ্রি ইন্টারনেট ও লোকাল কল এর সার্ভিস দিতে যাচ্ছে।
জানাযায়, তাদের এই সহযোগিতা মূলক কার্যক্রম কার্যকর হতে যাচ্ছে আগামীকাল রোববার (২২শে মার্চ) থেকে।
এশিয়াবিডি/বিলাল/কামরান

আরও সংবাদ