ফিফার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত!

ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করার সিদ্ধান্ত বদলাতে যাচ্ছে ত্রিনিদাদ ও টোব্যাগো ফুটবল অ্যাসোসিয়েশন। এমনই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এমনিতে সাবেক ফুটবল কর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো, তারওপর নালিশ নিয়ে গেলে, ফিফাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তাই সুইজারল্যান্ড ভিত্তিক এ দুই সংস্থার বিরুদ্ধে আপাতত আইনি লড়াইয়ে যাচ্ছেনা ত্রিনিদাদ ও টোব্যাগো।

২০১১ সালে সাবেক সভাপতি জ্যাক ওয়ার্নারের দুর্নীতির খবর ফাঁস হওয়ার পর থেকেই ফিফার অর্থ কেলেঙ্কারির সঙ্গে ত্রিনিদাদ ও টোব্যাগোর নাম জড়িয়ে গেছে। ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রের বেশ কয়েকজন ফুটবল কর্তার নামই পরে উঠে এসেছে জালিয়াতির তালিকায়।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কিছু কর্মকর্তা নিজ নিজ স্বার্থে ত্রিনিদাদ ও টোব্যাগোর অ্যাসোসিয়েশন-টিটিএফএ’কে সবসময়ই ব্যবহার করেছে বলে অভিযোগ দেশটির অনেক ক্রীড়া বিশ্লেষকের। সমালোচকদের মধ্যে টিটিএফএ’র বর্তমান সভাপতি উইলিয়াম ওয়ালেসও অন্যতম।

২০১৯ সালের ২৪ নভেম্বর সভাপতি হিসেবে নির্বাচিত হন ওয়ালেস। এর আগের সভাপতি ডেভিড জন উইলিয়ামস যুগের আর্থিক হেরফেরের দায় নিতে হয় তাকেও। বিতর্কিত হোম অব ফুটবল প্রজেক্ট থেকে উইলিয়ামসের কমিটি পেয়েছিলো অন্তত আড়াই মিলিয়ন মার্কিন ডলার। তবে, ওয়ালেস নির্বাচিত হওয়ার পর ঐ প্রজেক্ট নিয়ে তদন্ত শুরু করলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো উইলিয়ামসকে সমর্থন দেন।

ওয়ালেসের দাবি, আঞ্চলিক ফুটবল বডির অর্থ নিয়ে ব্যাপক গড়মিল সত্ত্বেও আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো ফিফাকে সহযোগিতা করে আন্তর্জাতিক অপরাধ আদালতও। সুইজারল্যান্ড ভিত্তিক এ দুই সংস্থার প্রভাবমুক্ত হতে বেশ তৎপর টিটিএফএ’র বর্তমান পরিচালনা পর্ষদ।

বড় অঙ্কের ঋণ সহ সার্বিক ফুটবল চিত্র স্থিতিশীল অবস্থায় আনতে কমিটি গঠনে চলতি বছর ১৭ মার্চ ফিফা কাউন্সিল ব্যুরো বরাবর আপিল করে ত্রিনিদাদ ও টোব্যাগো। তবে, জিয়ান্নি ইনফ্যান্তিনোর অধীনস্ত ব্যুরো থেকে তেমন সাড়া মেলেনি। ফিফার হস্তক্ষেপের বিষয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে চিঠি পাঠিয়েছেন টিটিএফএ’র আইনজীবী ম্যাথিউ গেইল ও ড. এমির ক্রাউন।

মামলার জন্য ক্রীড়া আদালতকে ২০ মে’র মধ্যে ২ লাখ ৭৭ হাজার ডলার দিতে হবে টিটিএফএ’র। অথচ বিলিয়ন ডলারের সংস্থা ফিফার কাছ থেকে এ আইনি প্রক্রিয়ায় কোনো খরচই নিচ্ছেনা ক্রীড়া আদালত। এসব জটিলতার মাঝে আপাতত লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে ত্রিনিদাদ ও টোব্যাগো ফুটবল অ্যাসোসিয়েশন।

এশিয়াবিডি/ আন্তর্জাতিক/ মুবিন

আরও সংবাদ