পারমাণবিক হামলা চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নির্দেশ দিয়েছেন, দেশের সর্বাধিক কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য পারমাণবিক হামলার প্রস্তুতি নিতে।

আজ (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানিয়েছে, বুধবার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর কোরিয়ার নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী শত্রুদের সতর্ক করার এবং পারমাণবিক হামলার সক্ষমতা প্রদর্শন করার জন্য এই পরীক্ষা পরিচালনা করা হয়।

কিম জং উনের বরাতে কেসিএনএ আরও জানিয়েছে, “শক্তিশালী হামলার সক্ষমতা সর্বোচ্চ নিবৃত্তকরণ এবং প্রতিরক্ষা নিশ্চিত করে। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পারমাণবিক বাহিনীর ওপর বর্তায়। তাই তারা সদা প্রস্তুত থাকতে হবে।”

এমনকি, শত্রুদের সতর্ক করার কথা বললেও কিম কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি। তবে তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন।

দক্ষিণ কোরীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বুধবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সিগন্যাল শনাক্ত করেছে। স্থানীয় সময় সকাল ৮টার দিকে, সমুদ্র সীমানার ওপর দিয়ে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতিবিধি তারা লক্ষ্য করেছে।

আরও সংবাদ