বালাগঞ্জে ইউপি সদস্য আব্দুল মনাফ আর নেই

বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুল মনাফ (বুরো) আর নেই।

বুধবার সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বুধবার সকালে স্থানীয় মুসলিমাবাদ গ্রামে একটি সামাজিক সালিশ-বৈঠক চলাকালে হঠাৎ তিনি স্ট্রোক করে মাটিতে লুটে পড়েন। পরে, উপস্থিত লোকজনেরা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য, তিনি পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এদিকে, ইউপি সদস্য আব্দুল মনাফ (বুরো)’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি।

নেতৃবৃন্দ পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্ত্রন্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এশিয়াবিডি/সাইফ/তারেক

আরও সংবাদ