ছবিঃ চাঁদের হাসিতে উপেক্ষিত মেঘ

ছবিঃ মেহজাবিন বুশরা

রাতের আকাশে চাঁদের হাসির চেয়ে সুন্দর আর কিছু আছে বলে মনে হয়না।
অন্ধকার রাতে চাঁদের জোৎস্না যেকোন মানুষের প্রাণ ভরে তুলে।
গাড়ো কালো অন্ধকার মেঘের আড়াল থেকে যখন পৃথিবীতে চাঁদের জোৎস্না ছড়িয়ে পরে তখন মনে হয় পৃথিবীটা চাঁদের দখলেই অনেক সুন্দর।

ছবিঃ মেহজাবিন বুশরা

ছবিঃ বাসার ছাদ থেকে তুলেছেন মেহজাবিন বুশরা। মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ।

আরও সংবাদ