কানাইঘাটে অসহায়দের মধ্যে আর্থিক অনুদান প্রদান


কানাইঘাটের সাতবাঁক প্রবাসী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে এলাকার ৩ জন অসহায় ব্যাক্তির চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সাতবাঁক ইউপি কমপ্লেক্স মিলনায়তনে সাতবাঁক প্রবাসী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে সাতবাঁক ইউপির পাত্রমাটি গ্রামের সিরাজ উদ্দিনকে ২০ হাজার টাকা, চরিপাড়া (করডি) গ্রামের জসিম উদ্দিনকে ১৫ হাজার টাকা, জুলাই ভবাণীগঞ্জ গ্রামের অসুস্থ এতিম কিশোর মো: জাকারিয়াকে ১৫ হাজার টাকা তাদের অসুস্থতাকালীন চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

সাতবাঁক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুন নুরের সভাপতিত্বে ও ইউপি সদস্য হেলাল উদ্দিন মামুনের পরিচালনায় উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরিপাড়া স্কুল এন্ড কলেজ এর স্বনামধন্য অধ্যক্ষ মুজাম্মেল আলী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমদ, জুলাই জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী, সাতবাঁক ইউপি আওয়ামীলীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, সাতবাঁক ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতবাঁক প্রবাসী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব আমিনুর রশিদ মারুফ।

এসময় বক্তব্য রাখেন সাতবাঁক প্রবাসী কল্যাণ ট্রাষ্টের সদস্য জসিম উদ্দিন, মহি উদ্দিন শাহীন, সাতবাঁক ইউপি সচিব এখলাছুর রহমান, ইউপি সদস্য ফারুক আহমদ, জাহাঙ্গীর শামীম কামরুল, উপজেলা প্রেসক্লাবের সদস্য বাহার হোসেন সাকিব, সাতবাঁক ইউপির ইউডিসি সাহেদ আহমদ, ছাত্রনেতা হেলাল আহমদ জুয়েল, আমিনুর রশিদ প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চরিপাড়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মুজাম্মেল আলী বলেন, সাতবাঁক প্রবাসী কল্যাণ ট্রাষ্টের এসব কার্যক্রম সাতবাঁকবাসীর অতীত ঐতিহ্য ও সুনামকে আরো এক ধাপ বাড়িয়ে দিলো। তিনি সাতবাঁক ইউপির উন্নয়ন কর্মকান্ড পরিচালনার পাশাপাশি প্রবাসীদের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে যারা সুদূর প্রবাসে থেকে এ মহতী কাজ করছেন তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এশিয়াবিডি/কেকে/আলিম
আরও সংবাদ