ঈদে মীলাদুন্নবী (ﷺ)
ঈদে মীলাদুন্নবী (ﷺ)
মুহাম্মাদ আকতার আল-হুসাইন
আল্লাহ তা’লা করেন আলোচনা
রূহ জগতে সবার সাথে
আদম নবী করলেন আলোচনা
পুত্র নবী শিসের সাথে।
ইব্রাহীম নবী দোয়া করলেন
আছে সেটা কুরআনেতে
মীলাদের আলোচনা এসেছিল
মুসা নবীর তাওরাতে।
ঈসা নবী করলেন আলোচনা
তাঁর কওমের সাথে
স্বয়ং নবীজি রাখতেন রোজা
সোমবার দিনেতে।
সাহাবীদের আমল মিলে যায়
এই দিবসের শোকরিয়াতে
আমরা যারা নবীজির আশিক
আদিষ্ট খুশি প্রকাশিতে।
এই দিবসে নারাজ তারাই
নেফাকী যাদের অন্তরেতে
গোমড়ামুখে ফতোয়া খোঁজে
পাল্লা দিয়ে শয়তানেরী সাথে।
এশিয়াবিডি/ডেস্ক/কেকে