আগুনে ঘর পুড়ে যাওয়া সেই চার পরিবার পেল নতুন ঘর
মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকান্ডে চার পরিবারের টিনের তৈরী বসত ঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়। শনিবার (১ মে) সকালে রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ইলিয়াছ মিয়ার ঘরে আগুন লাগে। মুহুর্তে ছড়িয়ে পড়লে পাশের আঃ আহাদ মিয়া, হুরমত মিয়া, ছালিক মিয়ার ঘরও পুড়ে যায়।
বুধবার (৫ মে) আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর তত্বাবধানে আগুনে বসতবাড়ি হারানো সেই অসহায় পরিবারগুলোর ঘর নির্মাণ করে দেন।
উল্লেখ্য যে, এ অগ্নিকাণ্ডের ঘটনার নিউজ এশিয়াবিডিসহ আরোও কয়েকটা পত্রিকা ও পোর্টালে পাবলিশ হয়। এগুলো নজরে আসে মৌলভীবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপুর। পরে তিনি ক্ষতিগ্রস্তদের মাজে লেপ, বালিশ, খাবার ইত্যাদি বিতরন করেন।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান