কুলাউড়ায় দুটি গরু ও চোর আটক করেছে পুলিশ
কুলাউড়ায় দুটি গরু ও চোর আটক করেছে থানা পুলিশ। সোমবার ভোরে উপজেলার ব্রাহ্মণবাজারের হিঙ্গাজিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার হিঙ্গাজিয়া এলাকার মতিন মিয়ার ছেলে সাকের মিয়া (২২) ও একই এলাকার রুস্তম মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস ও এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ব্রাহ্মণবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে দেখতে পান সাকের দুটি গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। খবর পেয়ে রাত্রিকালীন টহলরত এসআই মাসুদ আলম ভুঁইয়া গরুসহ সাকেরকে আটক করেন। তার গতিবেগ পুলিশের সন্দেহ হলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে গরু দুটি চুরি করে নিয়ে যাচ্ছে বলে জানায়। পরে তার দেয়া তথ্যমতে অপর চোর জুনেদকে হিঙ্গাজিয়াস্থ তার বাড়ির সম্মুখ থেকে আটক করে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আটককৃত ২ চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এশিয়াবিডি/সারাবাংলা