রাজনগরে জাতীয় শোক দিবস পালিত

মৌলভীবাজারের রাজনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শহিদদের স্মরণে নানা কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ৪৬তম জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন, রাজনগর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে শহিদদের স্মরণ করে।

রবিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, রাজনগর থানা, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, রাজনগর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ইফ্ফাত আরা ইসলাম, ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, টিপু খান, যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, শ্রমিক লীগের সদস্য সচিব মো. নান্নু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ আব্দুল্লাহ আল সাম্মু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান প্রমুখ।

এশিয়াবিডি/শেখ/কেকে
আরও সংবাদ