মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম মৌলভীবাজার জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে যান। এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ১৮ মাসের বিরতির পর শ্রেণী কার্যক্রম শুরু হওয়া প্রাইমারী স্কুলের শ্রেণী কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত করার জন্য স্কুলগুলোর গৃহীত উদ্যোগসমূহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, দীর্ঘ বিরতির পর শুরু হওয়া শ্রেণী কার্যক্রম শিশুদের মনন ও মেধার বিকাশের জন্য সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এশিয়াবিডি/ডেস্ক/মো

আরও সংবাদ