রাজনগরে ৩ টি ব্রীজের ভিত্তিপ্রস্তর ও ৩টি বিদ্যালয়ের ভবণ উদ্বোধন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে লাঘাটা নদীর উপর ৩টি নতুন ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। বুধবার ২৭ অক্টোবর বিকেলে তিনি সরকারের এসব উন্নয়ন মূলক স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা ব্রিজগুলো হলো- করাইয়া, ইসলামপুর, তেঘরি এলাকার লাঘাটা নদীর উপর ৩টি ব্রিজ ও নতুন ভবণ উদ্বোধন করা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো- কামারচাক, দক্ষিণ মশাজান সরকারি, পশ্চিম পঞ্চানন্দপুর।

পরে এ উপলক্ষে কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. বশারত আলীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকবর আলী, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত্, কামারচাক ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি মো. নজমুল হক সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে নেছার আহমদ বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যাবস্থা ও শিক্ষা খাতে সুযোগ সুবিধা বাড়িয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করে দিচ্ছে। এই অঞ্চলের মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় শেখ হাসিনার সরকার একটি নদীর উপর একই সাথে ৩টি ব্রীজ করে দিচ্ছে। এসব ব্রীজ সরকারের অবদান। অথচ এই এলাকার কিছু মানুষ নিজেদের কোম্পানির লোকজনকে এনে মাপজোক করে নিজেদের অবদান বলে দাবি করে নিজেরা কৃতিত্ব নিতে চাইছে। তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে আরো বলেন, অনেকে আপনাদেরকে ধোকা দিতে ব্যাক্তি উদ্যোগে এই ব্রীজগুলো নির্মাণ করছে বলবে। কিন্তু মনে রাখবেন এই কৃতিত্ব শুধু বর্তমান সরকার নেওয়ার দাবি রাখে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, নকুল চন্দ্র দাশ, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকমল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মিনাজ মিয়া, সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম সোহেল প্রমুখ।

এশিয়াবিডি/ডেস্ক/ফআ

আরও সংবাদ