কুলাউড়ায় বন্যার শুরু থেকেই অসহায়দের পাশে আ.লীগ নেতা সাদরুল খান


কুলাউড়ায় বন্যার শুরু থেকেই বন্যাতদের পাশে থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।

বুধবার (২২ জুন) বিকেলে উপজেলা বরমচাল ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের উদ্যোগে ও আলী নগর স্বাধীন বাংলা ক্লাবের আয়োজনে বরমচালের ৩ ও ৪নং ওয়ার্ডে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী খোরশেদ আলম খান সুইট। সাবেক ইউপি সদস্য রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব, ইউপি সদস্য কেরামত আলী প্রমুখ।

এরপর আলীনগর স্বাধীন বাংলা ক্লাবের সদস্যরা বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন।

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এবং আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান জানান, বন্যার শুরু থেকেই উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্তদের সামর্থ্যানুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করছি। বন্যাকবলিত অঞ্চলে ধারাবাহিক এ ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এশিয়াবিডি/কেকে/এসআর
আরও সংবাদ