বন্যার্ত মানুষের পাশে তারা
সাম্প্রতিক ভারতের পাহাড়ি ঢালের পানিতে ভয়াবহ বন্যায় তলিয়ে যায় সিলেট সুনামগঞ্জের বেশীরভাগ এলাকা। স্মরণ কালের ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পুরো সিলেট। সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে কি সিলেট-সুনামগঞ্জের মানুষ তা অকল্পনীয়।
সিলেটের বন্যার্ত মানুষের আহাজারি হৃদয়ে নাড়া দিয়েছে বিশ্ববাসীর। দেশ বিদেশ থেকে সিলেটের পাশে দাড়িয়েছেন অনেকেই। সেটাও ছিল সিলেটবাসীর জন্য অকল্পনীয়।
সিলেটের বন্যার্ত মানুষের পাশে শত মানুষের সাথে দাঁড়িয়েছে মৌলভীবাজার ফ্লোরিশ ল্যাংগুয়েজ ক্লাব। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ত্রান নিয়ে তারা সুনামগঞ্জের মানুষের পাশে দাড়িয়েছে।
ফ্লোরিশ ল্যাংগুয়েজ ক্লাবের পরিচালক জিল্লুল হক জানান, মোট ৮ হাজার কেজি ত্রাণ বিতরণ করা হয়েছে বন্যার্থ মানুষের কাছে। প্রত্যেক পরিবারকে প্রায় ১৫ কেজি করে মোট ৫২৮ টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।
এর মধ্যে, ৪২৮ টি ত্রাণের প্যাকেট সবচেয়ে বেশী বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর সহ বিভিন্ন গ্রামে দেওয়া হয়েছে। এবং ১০০ টি প্যাকেট মৌলভীবাজার সদরের বন্যাকবলিত এলাকা খলিলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেওয়া হয়েছে।
এশিয়াবিডি/কামরান/মুবিন