মৌলভীবাজারে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সিএসএফ’র ৪৮ ঘন্টার আলটিমেটাম!

সিএনজি চালককে অতিরিক্ত ভাড়া না দেয়ায় মৌলভীবাজার পলিটেকনিক এর মেধাবী শিক্ষার্থী সৌরভ দেব(১৭) কে ব্লেড দিয়ে জখম করেছে সিএনজি চালক ও তার সহযোগীরা। এবিষয়ে শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষণ করে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ (সিএসএফ)।

শনিবার (২ সেপ্টেম্বর) টিমের প্রতিষ্ঠাতা পরিচালক কে বি খান বিজয় ও সিঃ ফিল্ড অফিসার মোঃ নাজমুল হোসেনের সাক্ষরিত প্যাডে এই তথ্য নিশ্চিত করা হয়।

তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার ভেতরে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া নিয়ে এই সমস্যার সমাধান যদি প্রশাসন না করে তাহলে ‘সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ’ টিম এই মৌলভীবাজার জেলার কোনো ভিক্টিমদের সাইবার নিরাপত্তা জনিত সহযোগিতা করবে না।

উল্লেখ্য যে, শুক্রবার সন্ধার পর মৌলভীবাজার চৌমুহনী থেকে শিমুলতলা আসার পথে সৌরভ সিএনজি চালক ও ছিনতাইকারীর হামলার স্বীকার হয়। এসময় সৌরভের কাছে সিএনজি চালক অতিরিক্ত ভাড়া দাবী করে এবং সৌরভ তা দিতে অপারক্তা প্রকাশ করলে তাকে সিএনজি চালক ও সিএনজির পেছনে থাকা ঐ চালকের সহযোগীরা ব্লেড দিয়ে ৮ টা স্টেপ করে। আহত হয়ে সৌরভ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শরীরে প্রায় ১’শ টা সেলাই লেগেছে বলে জানায় সহপাঠীরা।

কলেজ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সৌরভ দেব মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রথম পর্বের ফুড টেকনোলজি বিভাগের ছাত্র৷ তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। সে শিমুলতলা এলাকায় চেয়ারম্যান বাড়ি ছাত্রাবাসে থাকে।

এদিকে আসামীর উপযুক্ত শাস্তির দাবীসহ ৪ দফা দাবী নিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে প্রায় ২ ঘন্টা মৌলভীবাজার টু শমশেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীর যৌক্তিক দাবীগুলোর সাথে একমত ও সংহতি প্রকাশ করেছে সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে সৌরভের পরিবার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। সাজু নামের একজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ