ইনকিলাব’র আরব আমিরাত প্রতিনিধি সাইফুল্লাহ হাসান
বাংলাদেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় গনমাধ্যম দৈনিক ইনকিলাব (অনলাইন) এর সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজারের সাইফুল্লাহ হাসান।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দৈনিক ইনকিলাব নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশে থাকাকালীন সময়ে দেশের জনপ্রিয় অনলাইন রাইজিংবিডির মৌলভীবাজার প্রতিনিধি, সিলেটের আঞ্চলিক দৈনিক সিলেট মিররের মৌলভীবাজার প্রতিনিধি, এশিয়াবিডি২৪ ডট কমের সিনিয়র স্টাফ রিপোর্টার ও মৌলভীবাজারের বহুল প্রচারিত পাতাকুঁড়ির দেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। পাশাপাশি জুড়ীরসময় অনলাইন নিউজ পোর্টালের সহযোগী সম্পাদকের দায়িত্বে আছেন।
সংবাদ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। ইমেইল: saifullahpress@gmail.com
সবার দোয়া চেয়ে সাইফুল্লাহ হাসান বলেন, দেশে থাকতে বেশ কয়েক বছর সাংবাদিকতা করেছি। প্রবাসে এসেও যুক্ত হয়ে গেলাম মিডিয়া অঙ্গনে। দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক ইনকিলাব পরিবারে আমাকে কাজ করার সুযোগ করে দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি সর্বদা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য চেষ্ঠা করবো। এবং সবসময়ই প্রবাসীদের নিয়েই কাজ করবো।
পাশাপাশি তিনি আমিরাতের সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন।