একটি হারানো বিজ্ঞপ্তি
আফিয়া বেগম(২৯), নামের এক নারী গতকাল ১৪/১২/২০২২ বুধবার আনুমানিক বিকাল ৩টার দিকে ফার্মেসী থেকে বাসায় ফেরার পথে মুন্সিবাজার সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হন।
হারিয়ে যাবার সময় তার পরনে ছিলো কালো রঙের বোরকা ও নীল ওড়না। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার ৮ মাসের ছেলে ও ১ বছর ৮ মাসের ১টি মেয়ে সন্তান মায়ের জন্য আহাজারি করতে দেখা গেছে।
তার পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।
তিনি মৌলভীবাজার জেলার মহিলাদল নেত্রী ও সমাজসেবক।
কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান জেনে থাকলে নিচের নাম্বারে যোগাযোগ করুন।
ফারুক মিয়া
01753040286
যোগাযোগের ঠিকানা: গ্রাম- ব্রাহ্মনগাঁও, পোস্ট অফিস -করিমপুর, উপজেলা -রাজনগর, জেলা -মৌলভীবাজার