রাজনগরে স্বপ্নচূড়া একতাবন্ধন ফাউন্ডেশন’র কমিটি অনুমোদন

রাজনগরে স্বপ্নচূড়া একতাবন্ধন ফাউন্ডেশন'র কমিটি অনুমোদনমৌলভীবাজারের রাজনগরে আগামী দুই(২০২৩-২৫) বছরের জন্য স্বপ্নচূড়া একতাবন্ধন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ই জুন) সংগঠনের অনুমোদনকারী ছালেক মিয়া ও বদরুল হোসেন বাবলু সাক্ষরিত প্যাডে মাহফুজুর রহমান জয়-কে সভাপতি ও প্রীতম দাস প্রাপ্ত-কে সাধারণ-সম্পাদক নির্বাচিত করে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

৪১ সদস্য বিশিষ্ট এই কমিটির সহ-সভাপতি তুহিন আহমেদ,মাহবুবুর রহমান জুসেফ, সুমেল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন দাস, মিহাদ আহমেদ মাহিন, মিনহাজুর রহমান, সাংগঠনিক-সম্পাদক মুস্তাকিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার, আয়মান ইসলাম রাফি, মিনহাজুর রহমান মামুন, ইব্রাহিম রনি,প্রচার সম্পাদক শাহিন শাহ্, সহ-প্রচার সম্পাদক সুরমান তালুকদার, অর্পন দেব, মিনহাজুর রহমান মিজান, কোষাধ্যক্ষ শেখ নাঈম হাসনাত পায়েল, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, সহ ক্রীড়া সম্পাদক ফাহাদ চৌধুরী, সজিব পাল, সমাজসেবা বিষয়ক সম্পাদক নির্ঝর ধর, উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক প্রেম সিংহ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রনি দাস, উপ ত্রাণ সম্পাদক পলাশ দাস, উন্নয়ন সম্পাদক ফরহাদ রহমান নিশাত, উপ উন্নয়ন সম্পাদক কামিল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক রাজু ধর, সহ ধর্ম সম্পাদক আকরাম আফ্রিদি, ছাত্রবৃত্তি সম্পাদক স্বপন দেব, উপ ছাত্রবৃত্তি সম্পাদক রিয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক নির্ঝন দেব, সহ দপ্তর সম্পাদক আরিফ তালুকদার, সদস্য শেখ ফয়েজ, জিসান আহমেদ, রিফাত আহমেদ, অনিক মালাকার, মিলন মালাকার, রূপন পাল, লিটন সরকার, নিবেদন সরকার।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান জয় বলেন, একতা, শৃঙ্খলা, সফলতা এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত হয় স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন। সংগঠনের কর্মীরা বিশ্বাস করে সমাজের অবহেলিত মানুষের আত্মসামাজিক উন্নয়ন ছাড়া কখনো সমাজে সুবিচার প্রতিষ্ঠিত সম্ভব নয়। শুধু অসহায় মানুষের পাশে থাকাই স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন কাজ না,সাথে সাথে সমাজের সর্বস্থরে মানুষের মাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। আর যারা আমাদের সাথে এই মহান কাজে সংযুক্ত হতে চান আপনাকেও আমাদের সংগঠনে স্বাগতম। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের স্বপ্নচূড়া একতাবদ্ধন ফাউন্ডেশন।

আরও সংবাদ