বরমচালে দরিদ্র কল্যাণ সংগঠনের ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন
কুলাউড়ার বরমচালের তরুণ-যুবক সমন্বয়ে গঠিত সংগঠন “বরমচাল দরিদ্র কল্যাণ” সংগঠনের উদ্দ্যোগে রবিবার (০৭ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বেশকিছু নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ফারুক উদ্দিন আহমেদ সুন্দর, সমাজসেবক তারেক আহমেদ মধু, ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম সাইকুল, আবুল হোসেন খসরুসহ প্রমুখ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠনের সভাপতি নাহিদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান শাহান, সাংগঠনিক সম্পাদক তায়েফ আহমদ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম, বাপ্টু , তোফায়েল, মাহফুজ, রাকিব, বিল্লাল, শাহান, রাকিব, শামীম, সাঈদ, সাব্বির, ইমন, রোমান, অনিক, সিয়াম, জাহান, তানজিম, সিদরাত, প্রমুখ । এছাড়াও পুরো প্রজেক্ট শুরু থেকেই ভিডিও বার্তায় পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ. এম. শাহী।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংগঠনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বরমচাল দরিদ্র কল্যাণ সংগঠনের সভাপতি সংগঠনের মাধ্যমে আগামিতেও এরকম মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে খাদ্য সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত এসব মানুষ।