বিশ্বের দ্বিতীয় বয়স্ক নারী মৌলভীবাজারের রুখমিনিয়া!

রুখমিনিয়া পাশী

সন্ধান মিলেছে বিশ্বের দ্বিতীয় বয়স্ক নারীর।মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর চা-বাগানের রাউবাড়ি এলাকায় বসবাস করেন রুখমিনিয়া পাশী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স এখন প্রায় ১১৬ বছর ৪ মাস। বেঁচে আছেন এমন নারীদের মধ্যে তিনিই এখন বিশ্বের দ্বিতীয় বয়স্ক নারী।

ইনা ক্যানাবারো লুকাস (জন্ম ৮ জুন ১৯০৮) হলেন একজন ব্রাজিলিয়ান সন্ন্যাসিনী এবং শতবর্ষী যিনি ২৯ ডিসেম্বর ২০২৪ সালে টোমিকো ইতুকার মৃত্যুর পর থেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি,এবং ১৭ জানুয়ারী ২০২৩ সালে লুসিল র‍্যান্ডনের মৃত্যুর পর থেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত সন্ন্যাসিনী। তার বয়স এখন প্রায় ১১৬ বছর ৮ মাস। লুকাসের পরই রুখমিনিয়ার অবস্থান।

পরিচয় পত্র দেখে রুখমিনিয়ার বয়স সঠিক আছে কিনা তা জানতে চাইলে স্বজনরা জানান, রুখমিনিয়ার বয়স জাতীয় পরিচয়পত্রে ঠিকঠাক আছে। সেখানে রুখমিনিয়ার জন্ম তারিখ লেখা আছে ৯ অক্টোবর ১৯০৮। স্বামীর নাম ভগবান পাশী। মায়ের নাম ধনেশ্বরী পাশী। ভোটার আইডি নম্বর ৫৮১৮০৭৩৪০৩৮৬৩। জাতীয় পরিচয়পত্রের হিসেবে তার বয়স এখন ১১৬ বছর ৪ মাস ২ দিন।

কথা হয় উমেশ যাদবের সাথে। তিনি জানান, আমি একজন প্রাইমারী শিক্ষক। ভোটার হালনাগাদ করার সময় উনার নাম লিস্টে দেখতে পাই। তবে সেখানে তার বয়স দেখে আমি চমকে উঠি! বাড়িতে গিয়ে আমার পরিচয় দিলে তিনি আমাকে চিনতেও পারেন।

রুখমিনিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় তিনি রোদে বসে নিজ হাতে ভাত খাচ্ছিলেন। উনার সাথে কথা বললে তিনি জানান, আমার বিয়ের পর সোনাতুলা বাগানে চা পাতা তোলার কাজ করেছেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবরও শুনেছেন তিনি। বয়স বেশি এবং কানে কম শুনায় এর বেশি কথা বলা যায় নি।

এই বিষয়ে রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, আমরা তদন্ত করে বিষয়টি দেখব। যদি তার স্বজনরা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে সঠিক বয়স নির্ণয় করেন, তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাব।

আরও সংবাদ