রাজনগরে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধিনে ১৫ হাজার শিক্ষার্থী কোরআন প্রশিক্ষণ নিচ্ছেন
পবিত্র রামাদান কুরআন নাযিলের মাস, এ মাস কে কেন্দ্র করে রাজনগরে বিশুদ্ধ কুরআন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান,দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অধিনে পনেরো হাজারের অধিক শিক্ষার্থী ৯৪ টি শাখায় বিশুদ্ধ কুরআন শিক্ষায় অংশ গ্রহন করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় মসজিদ, মাদরাসা ও স্কুলে চলছে এসকল দারুল ক্বিরাতের শাখা গুলোর প্রশিক্ষণ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর বেড়েছে স্কুল, মাদ্রাসা, কলেজ ও ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা।
জানা যায়, রামাদ্বান মাসকে ঘিরে পবিত্র কুরআনের যে খেদমত হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহ.) উনিশ শত পঞ্চাস সালে প্রাতিষ্ঠানিক ভাবে শুরু করেছিলেন, তার পরিধি আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এখন আন্তর্যাতিক মানের একটি প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। কোন ধরনের সরকারি অনুদান ও পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রায় পঁচাত্তর বছর ধরে দারুল ক্বিরাতের এই খেদমত পরিচালিত হচ্ছে। বাংলাদেশ, ভারত,ইউরোপ ও আমেরিকার মতো দেশ গুলোতে পরিচালিত হচ্ছে শত শত শাখার মাধ্যমে বিশুদ্ধ কুরআন শিক্ষার প্রশিক্ষণ। প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন স্কুল,মাদ্রাসা, কলেজ ও ভার্সিটি পড়োয়া হাজার হাজার ছাত্র-ছাত্রী।
দারুল ক্বিরাতের শাখা পরিচালনা হচ্ছে এক ব্যতিক্রমি পদ্ধতিতে। এর সাথে শত শত পরিবার, গ্রাম, পাড়া মহল্লার মানুষ স্বপ্রণোদিতভাবে জড়িয়ে আছেন। দারুল ক্বিরাতের প্রতি রয়েছে মানুষের অকৃত্রিম ভালোবাসা। মানুষের স্বেচ্ছায় প্রদত্ত দান অনুদানে বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে।
প্রধান কেন্দ্রের সুত্রে জানাযায়, দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব (র.) তাঁর পীর ও মুর্শিদ শাহ সূফি হযরত ইয়াকুব বদরপুরী (রহ.) এর নির্দেশে প্রথমে বিশ্ববিখ্যাত কারী হযরত ইরকুসুস আল মিসরী (রহ.) এর অন্যতম খলিফা হযরত মাওলানা হাফিয আব্দুর রউফ শাহবাজপুরী, করমপুরী (রহ.) ছাহেবের নিকট কোরআন শরীফ তেলাওয়াতের তালিম নেন। পরবর্তীতে মক্কা শরীফের ইমামগণের পরীক্ষক, মিসরী বংশোদ্ভূত, রঈসুল কুররা হযরত আহমদ হিজাযী মক্কী (রহ.)-এর নিকট কিরাতের শিক্ষা গ্রহণ করেন। আহমদ হিজাযী মক্কী (রহ.) ফুলতলী ছাহেবকে নসিহত করে বলেছিলেন- এটা (ক্বিরাতের প্রশিক্ষন) তোমার কাছে আমার আমানত, এতে যেন খেয়ানত না হয়। উস্তাদের এ নির্দেশকে ফুলতলী ছাহেব (র:) সারাজীবন পালন করে গেছেন ।
দারুল ক্বিরাতের শাখা পরিচালনায় রয়েছে সুনিপুণ পদ্ধতি। শাখা গুলো পরিচালনার জন্য দেশের প্রত্যেক উপজেলায় রয়েছে লতিফিয়া ক্বারী সোসাইটি নামীয় সংগঠন। ক্বারী সোসাইটির মাধ্যমে শাখা গুলোর নিভির পর্যবেক্ষণ রাখা হয়। কায়দা-ছিপারার ছাত্র- ছাত্রীদের জামাতকে সূরা ফরিক এক ও দুই বলা হলেও । ক্বিরাত প্রশিক্ষণের মূল ক্লাশ শুরু হয় জামাতে আউয়াল থেকে আবার শেষ হয় জামাতে ছাদিছে গিয়ে । জামাতে আউয়াল থেকে খামিছ পর্যন্ত দেশের বিভিন্ন শাখা কেন্দ্রে পড়া গেলেও চুড়ান্ত জামাত ছাদিছ পড়তে হয় প্রধান কেন্দ্র ফুলতলী ছাহেব বাড়িতে। সেখানেও কোরআনের পাখিদের স্বরলহরীতে সারা মাস মূখরিত থাকে ফুলতলীর সেই ফুলের বাগান।
রাজনগর এবছর ১৩ টি শাখায়, খামিছ জামাতে ৬০৯ জন,৪৪ টি শাখায়, রাবে জামাতে ৩০০০ জন,২৩ টি শাখায়, ছালিছ জামাতে ১৬১২ জন,১০ টি শাখায় ছানী জামাতে ২০১৮ জন,৪ টি শাখায়, আউয়াল জামাতে ২০০০ জন ও জামাতে সূরা ফরিক এক ও দুইয়ে ৮০৮২ জন ছাত্র-ছাত্রী কিরাত প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন। জামাতে সূরা থেকে ছালিছ পর্যন্ত প্রত্যেক কেন্দ্রে পরিক্ষা নেয়া হলেও রাবে ও খামিছ জামাতের ছাত্র-ছাত্রীদের ফাইনাল পরিক্ষা প্রধান কেন্দ্র কর্তৃক পরীক্ষক নিয়োগ দিয়ে সেন্টার পরিক্ষা অনুষ্টিত হয়।
মেদেনী মহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদরাসা শাখার খামিছ জামাতে অধ্যয়নরত, মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী,হানতামা আক্তার মুমিনা ইনকিলাবকে বলেন, বিশুদ্ধ ভাবে কোরআন পড়া শিখার জন্য দারুল ক্বিরাতে ভর্তি হয়েছি। দারুল ক্বিরাতের চুড়ান্ত জামাত ছাদিছ পর্যন্ত পড়তে সবার দু’আ চাই।
কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসা শাখার প্রধান ক্বারী,আবেদ আলী বলেন, এবছর প্রতিষ্ঠান বন্ধ থাকায় অত্র শাখায় স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেশী। আমরা চেষ্টা করছি তাঁদেরকে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখাতে।
লতিফিয়া ক্বারী সোসাইটি,রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক , মাওলানা রাহেল আহমদ বলেন, রাজনগর উপজেলা শাখার আওতাদ্বীন দারুল কিরাতের প্রত্যেকটি শাখা সুন্দর ভাবে চলছে। দেশ এবং বিদেশ থেকে যে সকল ভাই-বোনেরা শাখা গুলো পরিচালনা করতে সার্বিক ভাবে সহযোগীতা করছেন তাঁদের জন্য আমরা দু’আ করি। আল্লাহপাক এ-সব দান ও সহযোগীতাকে ছদগাহে জারীয়া হিসেবে কবুল করুন।