মুনতাখাবুস সিয়র পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
গত বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) রচিত ‘মুনতাখাবুস সিয়র’ পাঠ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা।
আরো বক্তব্য রাখেন- তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মনজুরুল করিম মহসিন।
কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদের কুরআন তিলাওয়াত ও কবির আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাপ্পী, সহ স্কুল কলেজ বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, সাইফুল্লাহ বিন নামর, সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি তাহসিন আহমদ, সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ রেদওয়ান আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফী প্রমুখ।
এশিয়াবিডি২৪/মো/২৫