রাজনগরে আলোর দিশারী যুব সংঘের ফ্রি ব্লাড গ্রুপিং

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দিন ব্যাপি ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারী সোমবার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে এর আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান সভাপতিত্বে বেলুন উড়িয়ে সংগঠনের আত্ন প্রকাশ উদ্বোধন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইম্পিরিয়াল কলেজে প্রিন্সিপাল
প্রফেসার মামুনুর রশীদ । বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি আজিজুর রহমান লন্ডন প্রবাসি, জোবায়ের আহমদ চৌধুরী, সেলিম আহমদ, আব্দুল হক আনোয়ার, তোফায়েল আহমেদ কছনু, মাওলানা সুলেমান বখস, শেখ রুমেল আহমেদ, লিটন বখস, মোঃ সনু মিয়া মুতলিব মিয়া, ময়না মিয়া, আহমদ মিয়া, মতছির মিয়া,এবাদুর রহমান প্রমুখ।

এশিয়াবিডি/কামরুল/সাইফ

আরও সংবাদ