কানাইঘাটে করোনা সন্দেহে মৃত্যুবরণকারী ব্যক্তির দাফন সম্পন্ন

 

সিলেটের কানাইঘাটে করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত সন্দেহে কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের মইন উদ্দিন ডালিম (৪০) এর নামাজে জানাযা শনিবার (১৮ এপ্রিল) বাদ আছর বায়মপুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিরের নেতৃত্বে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের একটি স্বেচাসেবক টিম মরহুমের নামাজে জানাজা শেষে বায়মপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করে।

এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।
এ সময় তিনি বলেন, যেহেতু করোনা ভাইরাস সন্দেহ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সেহেতু আইইডিসিআরের নিয়ম মোতাবেক দাফন সম্পন্ন করা হয়েছে।

এশিয়াবিডি/ আলিম/ মুবিন

আরও সংবাদ