তিনটি টমেটোর জন্য সরকারের দেয়া দূরত্ব বর্জন
সিলেটের বিশ্বনাথের ৮নং দশঘর ইউনিয়ন পীরের বাজারে লন্ডন প্রবাসী রুবেল মিয়ার উদ্যোগে কোভিড-১৯ এর কবলে পড়ে গৃহবন্দি কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) মহামারী করোনার প্রভাবে গৃহবন্দি, কর্মহীন, অসহায় মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বিতরনকৃত খাদ্য তালিকার মধ্যে ১ কেজি আলু, ১ টা মিষ্টি লাউ, ১০০ গ্রাম কাচা মরিচ, ৩ টা টমেটো, এক আটি পুই শাক।
এসময় উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান, রেজুমিয়া, সানোয়ার আলী সহ আরোও অনেকে।
দেখা যায় যে, খাদ্য সামগ্রী বিতরণ কালে সরকারের দেয়া নির্ধারিত সামাজিক দূরত্ব বর্জন করা হচ্ছে। এক জন থেকে আরেজন লেগে লেগে আছেন।
এশিয়াবিডি/কামরান/কাদির

