এসএসসিতে মৌলভীবাজারে পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে, এগিয়ে মেয়েরা
এসএসসি পরীক্ষা এবছর মৌলভীবাজারে জেলায় মোট পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ। যা গত বছরের তুলনায় এগিয়ে আছে।
৩১ মে রবিবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার জেলায় জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থী।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়- এসএসসিতে এবছর মৌলভীবাজার জেলায় অংশ নিয়েছে ২৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৭৩১ জন।
সূত্র জানায়, পরীক্ষায় অংশ নেয়া মোট ছাত্রের সংখ্যা ৯ হাজার ৮৯১জন, পাস করেছেন ৮ হাজার ১৮৫জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫ শত ২৭জন।
মোট ১৪ হাজার ৫০৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন। মোট পাস করেছেন ১১ হাজার ৫৪৬ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৩৮জন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ/কামরান