ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
নোয়াখালীর এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধা ও লাঠিচার্জের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৮ টায় এ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়ন। মশাল মিছিলটি শহরের চৌরাস্তা থেকে শুর“ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর পর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সহ-সভাপতি এবি সিদ্দিক, সদর উপজেলার আহবায়ক ফারিয়া আফরিন ঐশী, যুগ্ন আহবায়ক আর এম রিংকু প্রমুখ।
এশিয়াবিডি/কেকে/আরিফ