রাজনগরে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের অসহায় ও অস্বচ্ছল ২০০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের যৌথ আয়োজনে শুক্রবার (১ এপ্রিল) সকালে পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা।

দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ, সমকালের সহ-সম্পাদক মো. আসাদুজ্জামান, ইক্বরা বাংলা টিভির ইনচার্জ কমলজিৎ পাল শাওন, স্থানীয় ইউপি সদস্য তারেক রহমান কর্নেল, সুবেজা বেগম, ইক্বরা বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান সেলিম আহমাদ, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সমকাল সুহৃদ সমাবেশের জেলা সাধারণ সম্পাদক উপানন্দ বর্মণ প্রমুখ।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ