রশিদিয়া বালিকা মাদ্রাসায় জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সিলেট জেলা পরিষদের ১৩ নং ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী কে সংবর্ধনা প্রদান করেছে জকিগঞ্জের ৭ নং বারঠাকুরী ইউনিয়নের রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের ১৩ ওয়ার্ডের সদস্য ইফজাল আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদরাসার নির্বাহী কমিটির সভাপতি নজরুল ইসলাম।
এসময় মাদরাসার সুপার মোঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল, দাতা সদস্য আব্দুল কাইয়ূম তোতা মিয়া, বারঠাকুরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য জুবায়ের আহমদ, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুকিত মুকুল, জেলা প্রশাসক মনোনীত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর হারুন, জকিগঞ্জ টিভির এম.ডি আব্দুল মুকিত সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্বারী আব্দুল কাদির, মাওলানা ছালিকুর রহমান, মৌলভী আব্দুল বাছিত,নাঈমুল ইসলাম, লায়েক আহমদ সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাদরাসার নির্বাহীর কমিটির সদস্যরা ইফজাল আহমদ চৌধুরীকে মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।