কাঠমান্ডুতে উড্ডয়নের সময় বিমান বিধ্বস্ত
বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক-অফের সময় সৌর্য এয়ারলাইন্সের কাঠমান্ডু-ভিত্তিক একটি বিমান বিধ্বস্ত হয়, নেপাল-ভিত্তিক একটি দৈনিক জানিয়েছে- বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে রওনা হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুলের উদ্ধৃতি দিয়ে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, টেক-অফের সময় এয়ারলাইনটির কেবলমাত্র প্রযুক্তিগত কর্মীরা বোর্ডে ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে যে বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে, ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ৬৮ জন যাত্রী এবং ক্রু নিয়ে পোখরা নেপালে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়।
এশিয়াবিডি/ডেস্ক/মোজাহিদ

 
			 
 